১৮এর প্রেমিকের বাড়িতে হঠাৎ হাজির ১৪ জন প্রেমিকা, তারপর… – KolkataTimes
April 27, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১৮এর প্রেমিকের বাড়িতে হঠাৎ হাজির ১৪ জন প্রেমিকা, তারপর…

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

না জানিয়ে বাড়িতে একসঙ্গে হাজির হলেন ১৪ জন প্রেমিকা। এ ঘটনার জন্যে মোটেও প্রস্তুত ছিলেন না প্রেমিক। চমকে গিয়ে কোমায় চলে গেছেন তিনি। এমনি ঘটনা ঘটেছে ভারতের দিল্লি শহরে।

রাকিবের সেই ১৪ জন প্রেমিকার একজন রাকিবের ফোন ঘেঁটে দেখতে পায় সেখানে ‘বেবি গার্ল ১’, ২, ৩ থেকে থেকে ১৪ পর্যন্ত নাম দিয়ে ১৪ জন মেয়ের নম্বর সেভ করা।

প্রেমিকের বয়স মোটে ১৮। আর এর মধ্যেই তার যা কীর্তিকলাপ, তা শুনে বিশ্বাস না-ও হতে পারে! ১৮ বছর বয়সী রাকিবের আসলে মোটে একটি প্রেমিকাকে নিয়ে শান্তি হচ্ছিল না। তাই দুটো, তিনটে নয়, এক্কেবারে ১৪ জন মেয়ের সঙ্গে একসঙ্গে প্রেম করছিলেন তিনি।

জরিনা নাসের প্রেমিকা জানান, আমি জানতে পারলামম যে রাকিব ১৩ জন মেয়ের সাথে আমাকে প্রতারণা করছিল। আমি আগে তার ওপর সন্দেহ ছিল। তাই একদিন আমি গোপনে তার ফোন চেক করলাম এবং দেখেছি যে তার ১৩ জন অন্যান্য মেয়েকে তার মেসেঞ্জারে বেবিগার্ল নামে ডাকে (১,২,৩ এবং আরও)।

বহুদিন পর্যন্ত তারা কেউ একবারের জন্যও বুঝতে পারেনি বাকি ১৩ জনের অস্তিত্বের কথা। জরিনা তখনই শুরু করেন প্ল্যানিং।

একে-একে বাকি ১৩ জনের সঙ্গে কথা বলে ফাঁস করে দেন রাকিবের সত্যিটা। তাদের ‘কমন প্রেমিক’কে শিক্ষা দিতে একদিন সকলে একসঙ্গে পৌঁছে যান রাকিবের বাড়ি।

ঘুম থেকে উঠে ঘরে একসঙ্গে ১৪ জনকে দেখে ভয়ংকর ঘাবড়ে যায় সে। এতটাই যে শকে কোমায় চলে গিয়েছেন তিনি! কোমা থেকে ফিরে আসার পর কী হবে, অবশ্য কেউই জানে না।

Related Posts

Leave a Reply