January 18, 2025     Select Language
বিনোদন

২০১৭ সালে সন্তানের জন্ম দিয়ে শিরোনামে এসেছেন এই সেলেবরা

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ বলিউড হোক অথবা টেলিভিশন অভিনেতা, বিতর্ক হোক অথবা ভালো কারণ, কোনও না কোনওভাবে খবরে এসেই যান অনেকে। ২০১৬ সালে অনেক বলিউড সেলেবসদের বিয়ে হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই ২০১৭ সালে সন্তান হয়েছে। টিভি তারকা থেকে শুরু করে বলিউড তারকা সকলেই নিজের সন্তানের জন্য নতুন করে খবরে এসেছেন। ২০১৭ সালে এভাবে কারা খবরে এসেছেন, দেখে নেওয়া যাক একনজরে।

সোহা আলি খান সোহা ও কুনাল খেমুর ফুটফুটে মেয়ে হয়েছে সেপ্টেম্বর মাসে। মেয়ের নাম ইনায়া নওমি খেমু।

করণ জোহর সেলেব্রিটি প্রযোজক পরিচালক করণ জোহরের সন্তান হওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এবছর। ফেব্রুয়ারির ৭ তারিখে তাঁর দুই সন্তান জন্মের খবর সামনে আসে। সারোগেসির মাধ্যমে পিতা হয়েছেন তিনি। ছেলে ও মেয়ের নাম যশ ও রুহি জোহর। সেলিনা জেটলি এর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন সেলিনা। এবছর সেপ্টেম্বরেও তাঁর ফের যমজ সন্তান হয়। তবে কয়েক সপ্তাহ পরে একটি সন্তান মারা যায়।

এষা দেওল এষা দেওল ও ভরত তখতানি সন্তানের জন্ম হয়েছে এবছরের ২০ অক্টোবরে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ভরতকে বিয়ে করেও খবরে এসেছিলেন এষা। রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা রবীন্দ্র জাদেজা ও রীভা সোলাঙ্কির মেয়ে হয়েছে এবছর। নাম নিধ্যানা জাদেজা।

Related Posts

Leave a Reply