November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

আপনার ২২ নং ক্রোমোজোমের সর্বনাশেই এই বিরল রোগের সৃষ্টি, বিশ্বে রয়েছেন মাত্র ৪ জন আক্রান্ত

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ডিজর্জ সিনড্রোম, নাম শুনেছেন ? এটি একটি বিরল রজার নাম। এখনো কম মানুষই আছেন যারা ডিজর্জ সিনড্রোম রজার নামটি জানেন। গোটা বিশ্বে মাত্র চারজন এই জিনগত রোগটিতে ভোগেন। এই রোগে আক্রান্তের সংখ্যা এতটাই কম যে, ঠিকভাবে কখনও নামকরণই করা হয়নি। সম্প্রতি লন্ডনে একটি পাঁচ বছরের শিশুকন্যা এই রোগের শিকার হওয়ার পর থেকে ফের শিরোনামে চলে এসেছে এটি।

প্রাথমিকভাবে রোগটিকে বলা হতো স্প্রিন্টজেন সিন্ড্রোম। তারও আগে ২২ কিউ নামে পরিচিত ছিল রোগটি। মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ নম্বর ক্রোমোজোমটির কিছুটা অংশ ক্ষয়ে গেলে এই রোগ দেখা দেয়। বর্তমানে এইরোগের চারজন রোগী রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড— এই চারটি দেশে দেখা মিলেছে রোগীদের। প্রত্যেকের বয়সই পাঁচ বছরের নীচে। প্রত্যেকের শরীরেই ১৮০ থেকে ২০০টির কাছাকাছি রোগের লক্ষণ দেখা দিয়েছে।

আসুন জানি কী সেই লক্ষণগুলি?-

চোয়ালের হাড় পরিণত না হওয়া, শ্বাসকষ্ট, কোনও কিছু শিখতে সমস্যা হওয়া, অস্বাভাবিক কম বৃদ্ধি, কথা বলতে সমস্যা হওয়া, ঘনঘন সংক্রমণে ভোগা। অটিজমের সঙ্গে লক্ষণের অনেক সাদৃশ্য থাকলেও চিকিৎসা একেবারেই আলাদা। আগে চিকিৎসা না থাকলেও বর্তমানে এই রোগ নিরাময়ের চেষ্টা চলছে।

Related Posts

Leave a Reply