‘৪২০’ গালাগালির আগে কিন্তু ধারা
কলকাতা টাইমস :
৪২০ অর্থাৎ ফোর টুয়েন্টি সর্বত্রই গালাগালি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কেউ একটু ফটকামি করলে অথবা ফাঁকিবাজি করলে অনেকেই ক্ষেপে গিয়ে বলে থাকেন ‘ফোর টোয়েন্টি’ অথবা ‘চারশো বিশ’।
তা এই ৪২০ শব্দটি কিভাবে গালাগালিতে রূপান্তির হল, জানেন কি? কখনও ভেবে দেখেছেন ৪২০ গালি হওয়ার উৎস কি? তবে এটুকু নিশ্চিত যে এর প্রকৃত কারণ যদি আপনি জানেন, তাহলে ভুলেও এই শব্দটি মুখে আনবেন না।
জানা গেছে, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের দণ্ডবিধির ৪২০ ধারায় কী বলা রয়েছে জানেন? প্রতারণা বা অসততার অভিযোগ আনা হয় এই দণ্ডবিধির ৪২০ ধারায়। অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা অথবা/এবং সাত বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
অর্থাৎ, রেগেমেগে কাউকে ‘ফোর টোয়েন্টি’ বলে গাল পাড়ার আগে এবার থেকে দু’বার ভাবুন। আপনি আপনার দেশের দণ্ডবিধির একটি অতি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে টানাটানি করছেন। এবং তার থেকেও বড় কথা, ‘তুই একটা ফোর টোয়েন্টি’-গোত্রের বাক্যের কোনও অর্থই হয় না।