৪ মাসে না শুধরোলে কালো তালিকাভুক্ত হবে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
বেঁধে দেওয়া হলো ৪ মাসের নির্দিষ্ট সময়সীমা। এর মধ্যেই সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে, সন্ত্রাসবাদী মুক্ত হতে হবে পাকিস্তানকে। নচেৎ কালো তালিকাভুক্ত করা হবে তাদের। বন্ধ করে দেওয়া হবে সমস্ত রকম আন্তর্জাতিক অর্থের যোগান। কার্যত পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলো ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। তাদের ইতিমধ্যেই বেঁধে দেওয়া ২৭টি লক্ষ্যমাত্রার মধ্যে মাত্র ছ’টিতে পাস করতে পেরেছে পাকিস্তান।
ঠিক সেই কারণেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছে তারা। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে না পারলে এফএটিএফ তার সদস্য দেশগুলোর সব আর্থিক প্রতিষ্ঠানকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বা লেনদেনের বিষয়ে বিধিনিষেধ আরোপের নির্দেশ দেবে বলে জানা গেছে।