November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৫৪ ঘন্টা পর মাত্র ৪ টি বিমানবন্দর খুলে দিলো পাকিস্তান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। তারই জেরে ৫৪ ঘণ্টা বন্ধ থাকার পর শেষপর্যন্ত চারটি বিমানবন্দর চালু করলো পাকিস্তান। তবে আগামী ৪ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সেদেশের বাকি সব বিমানবন্দর।

শুক্রবার সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) দেওয়া বার্তায় করাচি আন্তর্জাতিক বিমানবন্দর, পেশওয়ার আন্তর্জাতিক বিমান বন্দর, কুয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের নির্দেশে ওই চারটি বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের চালু করা হয়।একই সঙ্গে বন্দর কর্তাদের সবাইকে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে লাহোর, শিয়ালকোট, মুলতানসহ উল্লেখযোগ্য অন্য বিমান বন্দরগুলো পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মার্চ বিকেল থেকে তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে।

Related Posts

Leave a Reply