সৌদিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য ১ লক্ষ ২০ হাজার মহিলার আবেদন !
কলকাতা টাইমসঃ
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন ১ লাখ ২০ হাজার মহিলা। গতকাল থেকেই সেখানকার মহিলারা গাড়ি চালানোর স্বাধীনতা পেয়েছেন।সৌদির স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন, সৌদি মহিলাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই ৬টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছে। এই সব স্কুলে নারী-পুরুষ উভয়েই প্রশিক্ষণ নিতে পারবে।
তিনি বলেন, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এখনও পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গ বা কোনোধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য, সৌদি আরবই ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে মহিলাদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল।