February 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

১০০ টাকার আম চুরি করে লাখ টাকা জরিমানা, সঙ্গে দেশ ছাড়ার নির্দেশ ভারতীয় কর্মীকে !

[kodex_post_like_buttons]

কোলকাতা টাইমসঃ

সামান্য দুটি আম চুরি করেছিল ইন্ডিয়ান এয়ারপোর্টের তৃষ্ণার্ত এক কর্মী। বছর দুয়েক আগের এই ঘটনায় ওই কর্মীকে অবিলম্বে আরব আমিরশাহী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। ওই ব্যক্তি আমিরশাহীর এয়ারপোর্টে কর্মরত। লাগেজ আপলোডিংয়ের কাজ করতেন তিনি।

২০১৭ সালের ১১ আগষ্ট একটি ফলের বাক্স থেকে আম চুরি করেছিলেন তিনি। সেই আমগুলো ভারতেই পাঠানোর জন্য রাখা হয়েছিল বলে জানা যায়। চুরির ঘটনায় ২৭ বছর বয়সী ওই ভারতীয় শ্রমিককে শুধু আমিরশাহী ছাড়ার নির্দেশই ক্ষান্ত হননি বিচারক। মাত্র ৬ দিরহাম মূল্যের দুটি আম চুরির কারণে তাকে ৫,০০০ দিরহাম জরিমানাও করা হয়।

Related Posts

Leave a Reply