১ হাজার ৭০০ কোটি টাকার লোকসান হলো ফেসবুকের!
কোলকাতা টাইমসঃ
শেয়ার বাজারে হঠাৎ করেই বড় ধরনের পতন ঘটেছে ফেসবুকের। মাত্র দু ঘণ্টার ব্যবধানে ফেসবুকের শেয়ার মূল্য ২৪ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে মার্ক জুকেরবার্গকে। সম্প্রতি কোম্পানির প্রধান ফিন্যান্স অফিসার ডেভিড ওহেনার চলতি বছরের দ্বিতীয় আর্থিক প্রতিবেদন প্রকাশ করেন। তিনি জানান, এই পর্যায়ে ফেসবুক প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি। এমন তথ্য জানানোর পর কোম্পানিটির শেয়ারদর ২৪ শতাংশ পর্যন্ত কমে যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি ডলার।
আর এতে মাত্র দুই ঘণ্টায় ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকেরবার্গ খোয়ান প্রায় ১৭০০ কোটি ডলার। ফলে শীর্ষ ধনীর তালিকা বিলিয়নিয়র ইনডেক্সে তার অবস্থান তিন থেকে পাঁচে নেমে আসে। কদিন আগেই ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে তিনে উঠে এসেছিলেন তিনি। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, তথ্য ফাঁস ওভুয়ো খবর কেলেঙ্কারির জেরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ফেসবুক। এমনকি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাও স্পর্শ করতে পারেনি তারা।
২০১৫ সালের পর এই প্রথম কোম্পানি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফেসবুক বলছে, প্রায় ২৫০ কোটি মানুষ প্রতি মাসে সক্রিয়ভাবে তাদের অ্যাপগুলো ব্যবহার করছেন। তবে শুধু ফেসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী গত বছরের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। মূলত বড় ধাক্কাটা এসেছে ফেসবুকের বিজ্ঞাপন থেকে।