November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

একটুর জন্য যে দেশে মরে ১০ লাখ শিশু!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কটু সচেতন হলেই বাঁচানো যেত ১০ লাখেরও বেশি শিশুকে! অথচ অসচেতনার জন্যই বছরে মারা যায় এ পরিমাণ শিশু।

ইউনাইটেড নেশন চিল্ড্রেনস‌ এমারজেন্সি ফান্ড (ইউনিসেফ) শিশু মৃত্যু নিয়ে বিশ্বজোড়া এক সমীক্ষা চালিয়েছিল।  তাতেই ভারত সম্বন্ধে এ মর্মান্তিক তথ্য উঠে এসেছে।

ইউনিসেফ জানাচ্ছে, শুধুমাত্র ২০১৯ সালে জন্মের পর এবং জন্মের আগে সব মিলিয়ে ১০ লাখেরও বেশি শিশুর মৃত্যু লিপিবদ্ধ হয়েছে ভারতে।

বিশ্বের হিসাবে সেই সংখ্যাটা প্রায় ৬০ লাখ।  ভারত ছাড়াও শিশুমৃত্যুর এ তালিকায় রয়েছে কঙ্গো, পাকিস্তান, নাইজেরিয়া এবং ইথিওপিয়ার মতো দেশ।

কীভাবে ঘটছে শিশু মৃত্যু?

ইউনিসেফ জানাচ্ছে, ভারতে শিশু মৃত্যুর ৩৯ শতাংশই জন্মের সময় নানা জটিলতার কারণে মারা যায়।  বাকি শিশুদের বেশির ভাগের মৃত্যু হয় ম্যালেরিয়া, ডায়েরিয়ার মতো সহজে নিয়ন্ত্রণে আনা রোগের প্রকোপে।  কিছু শিশুর মৃত্যু ঘটে মাতৃগর্ভেই।

সমীক্ষা অনুযায়ী, এই শিশুদের সর্বাধিক গড় আয়ু ৫ বছর।  ম্যালেরিয়া, ডায়েরিয়া ছাড়াও নিউমনিয়া, মেনিনজাইটিস, টিটেনাস, সেপসিস এবং এইডসের মতো রোগও তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবে একটু সচেতন হয়ে যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যেত তাহলেই এত শিশুর মৃত্যু এড়ানো যেত বলে ইউনিসেফের মত।

কারণ, ভারতে গ্রামেগঞ্জের প্রধান সমস্যাগুলির অন্যতম হল শৌচালয়। ঘর-বাড়ি ঠিকঠাক থাকলেও শৌচালয়ের দিকে বেশির ভাগ ক্ষেত্রেই নজর দেওয়া হয় না।

খোলাস্থানে শৌচকর্ম করেন অনেকেই।  পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব থাকায় এসব উন্মুক্ত জায়গায় রোগ-জীবানু আক্রমণ করার সম্ভাবনাও অনেক বেশি।

যার প্রভাব শিশুদের উপরই বেশি পড়ে।  উপযুক্ত চিকিৎসার অভাবে ম্যালেরিয়া এবং ডায়েরিয়ার মতো অসুখে মৃত্যু হয় শিশুদের।

আবার তেমনই আর একটা বড় কারণ বাল্যবিয়ে। যার ফলে অনেক মেয়েই অল্প বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।  দারেদ্র্যের কারণে অপুষ্টিতে ভোগেন তারা।

তার প্রভাব পড়ে গর্ভস্থ শিশুর উপরেও।  অপুষ্টিতে মারা যায় তারা।  শিশুমৃত্যু ঠেকাতে এসব বিষয়গুলোর ওপর সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ।

Related Posts

Leave a Reply