January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

গুগলে সবচেয়ে বেশি খোঁজা এই ১০টি প্রশ্নের উত্তর জানলে মাথা ঘুরে যাবে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভ্যতার উন্মেষকাল থেকে প্রতিনিয়ত মানুষ অজানাকে জানার চেষ্টা করে যাচ্ছে। আজও এ ধারা বহমান।মঙ্গলগ্রহ থেকে শুরু করে চাঁদেও মানুষ পরিভ্রমণ করেছে। মহাকাশ গবেষণায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। আর প্রশ্ন থেকেই শুরু এই জানার প্রচেষ্টা।

প্রযুক্তির কল্যাণে এখন অনেক প্রশ্নেরই উত্তর মানুষ খোঁজে থাকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে। গুগল সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বেশি ‘হাউ ‍টু ….’ অর্থাৎ ‘কিভাবে …’- খোঁজা হয়েছে, এমন ১০টি বিষয়ের তালিকা। তালিকায় দেখা গেছে, ‘হাউ টু …’ অর্থাৎ ‘কিভাবে …’ প্রশ্নের ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ গুগলে যে বিষয়টি খুঁজেছে তা হচ্ছে, হাউ টু টাই এ টাই (কিভাবে টাই বাঁধতে হয়)।

নিচের তালিকা থেকে দেখে নিন বিশ্বে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা ১০টি ‘হাউ টু …’- বিষয়ের তালিকা :

১. how to tie a tie (কিভাবে টাই বাঁধতে হয়)
২. how to kiss (কিভাবে চুমু দিতে হয়)
৩. how to get pregnant (কিভাবে গর্ভবতী হওয়া যায়)
৪. how to lose weight (কিভাবে ওজন কমানো যায়)
৫. how to draw (কিভাবে আঁকা যায়)
৬. how to make money (কিভাবে অর্থ উপার্জন করা যায়)
৭. how to make pancakes (কিভাবে প্যানকেক বানাতে হয়)
৮. how to write a cover letter (কিভাবে কভার লেটার লিখতে হয়)
৯. how to make french toast (কিভাবে ফ্রেঞ্চ টোস্ট বানাতে হয়)
১০. how to lose belly fat (কিভাবে পেটের মেদ কমানো যায়)

Related Posts

Leave a Reply