চীনের সরাসরি নজরদারিতে রয়েছেন ১০ হাজার প্রথম সারির ভারতীয় ব্যক্তিত্ব !
কলকাতা টাইমসঃ
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ প্রায় ১০ হাজার জন প্রথম সারির ভারতীয়র ওপর নজরদারি চালাচ্ছে চীন! সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অবসরপ্রাপ্ত ১৫ জন সেনা অফিসারও রয়েছেন চীনা নজরে। এমনকি বিপিন রাওয়াত, প্রধান বিচারপতি এস এ বোবদেও রয়েছেন ওই তালিকায়।
এছাড়াও ওই তালিকায় রয়েছেন শিল্পপতি রতন টাটা, গৌতম আদানি থেকে নিপুন মেহেরার মতন বিশিষ্ট শিল্পপতিরা। নজরদারির তালিকায় রয়েছেন আমলা, বিচারপতি, বিজ্ঞানী, শিক্ষাবিদ থেকে শুরু করে সাংবাদিক, খেলোয়াড় এমনকি ধর্মগুরুরাও। এমনকি ভারতের কুখ্যাত অপরাধীরাও রয়েছে চীনা নজরদারির তালিকায়। ক্রীড়া এবং সংস্কৃতি জগতের মধ্যে রয়েছেন শচিন তেন্ডুলকার, পরিচালক শ্যাম বেনগাল এবং ডান্সার সোনাল মানসিং এর মতন তারকারা।