ছোটদের হাতে স্মার্টফোন/ট্যাব দিতে সরকারের ১০ হাজার

কলকাতা টাইমস :
করোনা কালে ছাত্র-জীবনের এক বড় পরিবর্তন ঘটেছে। স্কুল বন্ধ, অনলাইনে চলছে পড়াশোনা। মোবাইল, কম্পিউটারই এখন স্কুল। কিন্তু সবার এক্তিয়ারে নেই সেই মোবাইলে, তাই ছাত্র-ছাত্রীদের অনলাইন পড়াশোনার সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগ স্মার্টফোনে/ট্যাব কিনতে সাহায্য করা। পড়ালেখার সুবিধার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৩ টা ৪৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সকল সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সহায়তা পাবে।
এর ফলে ভারতের ওই রাজ্যে উপকৃত হবে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৯ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রী। তাদের পছন্দ মতো স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এই টাকা দেয়া হবে।
করোনার কারণে এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এখন যে সকল ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণিতে পড়ে, ২০২১ সালে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের অনলাইন ক্লাস করতে যাতে সুবিধা হয় সে জন্য এই টাকা দেয়া হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, প্রত্যেক শিক্ষার্থীকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হবে। এই টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকার টাকা জমা দিয়ে দেবে।
তিনি আরও বলেন, পূর্ব ঘোষণা অনুসারে সাড়ে ৯ লাখ ট্যাব কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু ১ থেকে দেড় লাখের বেশি ট্যাব বাজারে নেই। অন্যদিকে, ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকায় চিন থেকে ট্যাব আমদানির পথে যায়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।