মক্কা-মদিনা সামলাবেন ১০ মহিলা !
কলকাতা টাইমসঃ
মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার শীর্ষ কমিটিতে এবার স্থান পেলেন ১০ জন মুসলিম মহিলা। গত কয়েক বছর ধরেই মহিলাদের স্বাধীনতা এবং ক্ষমতায়নে নানান যুগান্তকারী পদক্ষেপ করতে দেখা গেছে সৌদি আরবকে। বিশেষত সেদেশের যুবরাজ সালমান ক্ষমতার অলিন্দে আসার পর থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞার বাঁধন খুলে দেওয়া হচ্ছে সেদেশের মহিলাদের জন্য। তারই রেশ ধরে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিলো সৌদি সরকার। জানা যাচ্ছে মক্কা এবং মদিনা মসজিদের পরিচালনার দায়িত্বে নিয়ে আসা হলো ১০ জন মহিলাকে।
বিশ্বের অন্যতম এই মসজিদের ব্যাপারে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ওই মহিলাদের। এমনকি মসজিদের তদারকি এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন তারা। সূত্রের খবর, মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা। তাই মূল কমিটিতে মহিলাদের নেতৃত্ব থাকলে আরও ভালো মানের পরিষেবা নিশ্চিত করা যাবে।