November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

১০০ রানী, ৫০০ রাজপুত্র নিয়ে সুখের সংসার এই রাজার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঘরে গৃহিণীর সংখ্যা ১০০, সঙ্গে আছেন ৫০০ রাজপুত্রও ৷ এই বিশাল নিয়েই দিব্যি আছেন ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির। অবাক হলেন !এতগুলো বিয়ে একটা মানুষ করলেন কখন ? না, না, এতগুলো বিয়ে তাকে করতে হয়নি।  পেয়েছেন উত্তরাধিকারসূত্রে! সিংহাসনে বসার পরই তার সংসারের আকার বেড়ে হয়েছে বিশাল। স্থানীয় রীতি মেনে ১০০জন স্ত্রীর স্বামী হয়েছেন তিনি।

আরও পড়ুন : অভিনব উদ্যোগ : সন্তান জন্ম দিলেই ১০ লাখ!

ক্যামেরুনের এই প্রদেশে কোনো রাজার মৃত্যু হলে তার স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই।  সেই রীতি মানতে ক্যামেরুনের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।  যখন তার অভিষেক হয়েছিল তখন তার মাত্র দু’টি স্ত্রী ছিল। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত। তারা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর সিংহাসনে বসেন আবুম্বি। উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন রাজা আবুম্বি। রাজা আবুম্বির এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷

Related Posts

Leave a Reply