১০০টি মার্কিন ঘাঁটি ইরানের টার্গেট !
কলকাতা টাইমসঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, ইরানের অন্তত ৫২টি জায়গায় হামলার টার্গেট করেছে আমেরিকা। আজ ইরান জানিয়ে দিলো তাদের নজরে রয়েছে ১০০টি মার্কিন সেনা ঘাঁটি। প্রসঙ্গত মঙ্গলবার মধ্যরাতে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের সেনাপ্রধান কাসেম সোলাইমানির। ঠিক সেই সময়েই ইরাকের আল আসাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।তাদের দাবি, ইরাকের আরও ১০০টি মার্কিন ঘাঁটি চিহ্নিতকরা রয়েছে। সেখানে পাল্টা আঘাত হানতে তৈরী ইরান। কাসেম সোলাইমানির হত্যার বদলা নিতেই এই হামলা বলেও জানিয়েছে তারা। তাদের দাবি, ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ করে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তারা, যার আঘাতে অন্তত ৮০ জন আমেরিকান সেনার মৃত্যু হয়েছে।