January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সবথেকে বিত্তশালী দেশের ১০০ মার্কিন সিনেটরের বাড়ি ভাড়া নেওয়ার সামর্থ নেই, অফিসেই রাত কাটান তারা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মেরিকার আইনসভার সদস্যদের বেতন বাড়েনি কয়েক দশক ধরে। তাই সিনেটের একাধিক সদস্য অধিবেশন চলাকালীন ওয়াশিংটনে যখন থাকেন, তখন তাঁদের হোটেল বা বাড়ি ভাড়া নেওয়ার মতন সামর্থ থাকে না। অগত্যা, ক্যাপিটল হিলে তাদের জন্য বরাদ্দকৃত অফিস ঘরেই ঘুমোনোর ব্যবস্থা করতে একপ্রকার বাধ্য হন তারা।

সূত্রের খবর, সিনেটের প্রায় ১০০ সদস্য অফিসকেই রাত কাটানোর জন্য বেছে নিয়েছেন। এদের বেশির ভাগেরই বক্তব্য, আলাদা বাড়ি ভাড়া করা বা হোটেলে থাকার সামর্থ্য তাদের নেই। আবার কেউ কেউ বলছেন, কাজ করতে সুবিধা হওয়ায় এই পন্থা অবলম্বন করছেন তারা। রিপাবলিকান সদস্য ড্যান ডনোভ্যান যখন ওয়াশিংটনে থাকেন, তখন তিনি রাতে ঘুমান নিজের কার্যালয়ে। তার বক্তব্য, ‘ওয়াশিংটন অনেক বেশি ব্যয়বহুল।’ তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে, ওয়াশিংটনে বাড়ি ভাড়া নিতে হবে, বা হোটেলে থাকতে হবে অথবা বাড়ি কিনতে হবে, তাহলে শুধু মিলিয়নিয়াররাই কংগ্রেস সদস্য হতে পারবেন।

তবে অনেক কংগ্রেস সদস্যই আবার ভিন্ন মত পোষণ করেছেন। এরকমই ডেমোক্রেট সদস্য বলেন, ‘নিজের অফিসে ঘুমানো নৈতিকভাবে ঠিক নয়। কংগ্রেস সদস্যদের দেওয়া সরকারি সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি বিনামূল্যে টিভি, বিদ্যুৎ ও নিরাপত্তার সুবিধা পাচ্ছেন। কোনো ভাড়া দিতে হচ্ছে না। এটাই তো অনেক কিছু। প্রতি বছর ২৫-৩০ হাজার ডলারের সুবিধা আপনি পান।’ এছাড়া অফিসকে ঘুমানোর জায়গা বানানোকে তারা এতটাই অমর্যাদাকর মনে করেন যে, একে তারা নিষিদ্ধ করতে চান। এই মাসের শুরুতেই প্রতিনিধি পরিষদে নতুন আইন প্রস্তাব করা হয়েছে। এই আইন অনুযায়ী, কোনো পদাধিকারী রাজনীতিক তার অফিসকে শয়নকক্ষ বানাতে পারবেন না।

Related Posts

Leave a Reply