January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সাত দিন স্মার্টফোন নয় সাধারণ ফোন ব্যবহার করলেই হাজার ডলার!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মাত্র এক সপ্তাহের জন্য স্মার্টফোনের বদলে ফ্লিপ ফোন ব্যবহার করলে এক হাজার ডলার দেওয়ার ঘোষণা করেন মার্কিন ফোন সার্ভিস প্রোভাইডার ফ্রন্টিয়ার বান্ডলস। ফ্লিপ ফোন বাজারে আসার ৩০তম বছর পূর্তি উপলক্ষে ‘ফ্লিপ ফোন চ্যালেঞ্জ’ নামের এই বিশেষ কার্যক্রম চালু করে।

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় স্টেট ইউটাহ ভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কার্যক্রমে অংশ নিতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে ২০০ শব্দে আবেদনকারীকে ব্যাখ্যা করতে হবে কেন চ্যালেঞ্জটি গ্রহণ করতে চান তিনি। পছন্দসই উত্তরের ভিত্তিতে একজনকে বাছাই করবে ফ্রন্টিয়ার। নির্বাচিত ব্যক্তিকে টানা সাত দিন স্মার্টফোন ছাড়া কাটাতে হবে।

প্রতিদিন স্মার্টফোন ছাড়া কেমন কাটছে তার যাবতীয় তথ্য নেবে ফ্রন্টিয়ার। যেমন ফ্লিপ ফোনে ই-মেইল চেক করতে কত সময় লেগেছে, কতবার গুগল করার প্রয়োজন অনুভব করেছেন, কত ঘণ্টা ঘুমালেন, কাজের পরিমাণে বাড়লো না কমলো এবং স্মার্টফোন ছেড়ে থাকার খারাপ দিক নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে হবে। প্রতিযোগীর দেওয়া তথ্য তারা গোপনই রাখা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

Related Posts

Leave a Reply