টাইটানিক ডুবে যাওয়ার ১০৭ বছর পর ডুবে গেলো সেই জাহাজ নির্মাণকারী হারল্যান্ড অ্যান্ড উলফ
কলকাতা টাইমসঃ
১৯১২ সালে উত্তর আটলান্টিক সাগরে সলিল সমাধি হয়েছিলো টাইটানিকের। সেই ঘটনার ১০৭ বছর পর অস্ত গেলো সেই ঐতিহাসিক জাহাজ নির্মাণকারী সংস্থা হারল্যান্ড অ্যান্ড উলফ। আজ দেউলিয়া ঘোষণা করা হলো শতাব্দী প্রাচীন এই জাহাজ কোম্পানিটিকে। মঙ্গলবার বেলফাস্ট হাইকোর্ট এই ঘোষণা করে।
উত্তর আয়ারল্যান্ডের অন্যতম বৃহৎ জাহাজ কোম্পানি দীর্ঘ দিন ধরেই লোকসানে চলছে। একসময় এখানে কাজ করতেন ৩০ হাজার কর্মী। বর্তমানে তা ১৩০ জনে এসে দাঁড়িয়েছে। কর্মীদের দাবি, সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক। ১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার পরেও হারল্যান্ড অ্যান্ড উলফের ব্যবসায় কোনও প্রভাব পড়েনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শিপইয়ার্ড ১৫০টি যুদ্ধজাহাজ সাপ্লাই দিয়েছিল। বেশ কয়েক বছর ধরে সংস্থাটি আর জাহাজ তৈরি করে না।