স্পেনে ১৭ সদস্যের মন্ত্রিসভায় ১১ জনই মহিলা!
নিউজ ডেস্কঃ
নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৭ সদস্যের নতুন এই মন্ত্রিসভায় ১১ জনই মহিলা! প্রধানমন্ত্রী সানচেজের পরিচিত রয়েছে নারীবাদী হিসেবে। তিনি স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টিরও নেতা। প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানা রাজয় গত সপ্তাহে স্পেনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর পেদ্রো সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগের মন্ত্রিসভায় মহিলা ছিলেন ছিলেন মাত্র ৫ জন।
এর আগে স্পেনের ইতিহাসে মন্ত্রিসভায় এত বেশি মহিলার উপস্থিতি ছিল না। ফ্রান্স, সুইডেন ও কানাডার মতো হাতেগোনা কয়েকটি দেশে মন্ত্রিসভায় মহিলাদের উপস্থিতি ৫০ শতাংশের মতো। স্পেনের নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, শিল্প ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোতে রয়েছেন মহিলারা। এক সাক্ষাৎকারে পেদ্রো সানচেজ জানান, মন্ত্রিসভায় তিনি মূলত তাদেরকেই স্থান দিয়েছেন যারা আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার মানসিকতা রাখেন।