পেট থেকে বেরোনো নখ, ধাতব বস্তু গুনতে কালঘাম ছুটলো ডাক্তারের
কলকাতা টাইমস :
পশুরা তো খাদ্য-কখ্যা বোঝে না। যা পায় তাই খেয়ে নেয়। তো মান ও হুশ দুইই নাকি আছে। তাহলে এগুলি কি করে খেল। যা দেখে ডাক্তারই অবাক। পেটে ভীষণ ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান এক ব্যক্তি। চিকিৎসক তাকে প্রথমেই ইউএসজি করার পরামর্শ দেন। সেই রিপোর্ট হাতে পেয়ে রীতিমতো অবাক হবার পালা।
কারণ ইউএসজি রিপোর্ট বলছে, পেটের মধ্যে রয়েছে বহু ধাতব পদার্থ। একই সঙ্গে রয়েছে অনেকগুলো নখও। এগুলো পেটে নিয়েই বেঁচে আছেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি।
ইউএসজি রিপোর্ট দেখার পর আর দেরি করেননি চিকিৎসকরা। সঙ্গে সঙ্গেই রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলে সেই অপারেশন। এরপরেই ওই ব্যক্তির পেট থেকে উদ্ধার করা হয়েছে চাবি, ছোট ধাতব টুকরো, হাতের নখসহ আরও বেশ কিছু জিনিস। চিকিৎসকদের দাবি অনুযায়ী, মোট ৮০টি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ৮শ গ্রাম।
কলকাতার জয়পুরের ওই রোগীর অপারেশন করেছেন চিকিৎসক ডিকে শর্মা। তিনি বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। রোগীর পেট থেকে ১১৬টি নখ এবং ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগী মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন ধরনের নেশায় আসক্ত সে। এ কারণেই বিপদ জেনেও অনেক ধাতব জিনিসই খেয়ে ফেলেছে সে। তবে এখন আর ভয়ের কিছু নেই। তবে আরও কিছুদিন তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।