সিরিয়ার ১২ লাখ ঘরছাড়া মানুষকে বাড়িতে ফেরাতে সক্ষম হয়েছে রাশিয়া
কলকাতা টাইমসঃ
সিরিয়ায় ১২ লাখ শরণার্থী তাদের বাড়িতে ফিরতে সক্ষম হয়েছে বলে জানালো রাশিয়া। সিরিয়ার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রাশিয়া অভিযান শুরু করার পরই তাদের ঘরে ফেরানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া সিরিয়ায় অভিযান শুরু করে। এই অভিযানের ফলেই সিরিয়ানরা তাদের বাড়িঘরে ফিরতে সক্ষম হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, নিজের দেশে গৃহহীন হয়ে পড়া ১১ লাখ ৮৬ হাজার সিরীয় নাগরিক বিভিন্ন শরণার্থী শিবির থেকে তাদের বাড়িতে ফিরে গেছে। সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় ২০১১ সাল থেকে ৬৯ লাখেরও বেশি লোক দেশ ছেড়ে চলে যায়। এদের অধিকাংশরাই এখন বিশ্বের ৪৫ টি দেশে বসবাস করছে।