সংঘর্ষে মৃত ১২ মাওবাদীর
[kodex_post_like_buttons]
প্রথমে ছত্তিশগড়ের বীজাপুর জেলার পুজারি কাঙ্কের এলাকায় আজ যৌথভাবে অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ও তেলাঙ্গানা পুলিশ। তখন তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের ভেঙ্কটাপুরম গ্রামের কাছে জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১২ মাওবাদীর।
মনে করা হচ্ছে, শীর্ষস্তরের কয়েকজন মাও নেতা লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের সুকমায় সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২০ জনেরও বেশি মাওবাদীর। তারপর ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পালামু জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় আরও চার মাওবাদীর।