অনেক কেড়েও জন্ম ১,২০০ নতুন শব্দ
লেবিনিজ ইনিস্টিটিউট ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ এই শব্দগুলো একত্রিত করেছে। সংস্থাটি অতীত ও বর্তমানের জার্মান শব্দ নথিবদ্ধ করে থাকে। এক বছরে গড়ে এক হাজার শব্দ সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এবার এক হাজার ২০০ এর বেশি শব্দ সংগৃহীত হয়েছে।
এই শব্দগুলোর মধ্যে করোনামুদি (কোভিড-১৯ এ ক্লান্ত) থেকে শুরু করে করোনাফ্রিসার (করোনা চুলের স্টাইল), করোনাঅ্যাংসট (ভাইরাস নিয়ে উদ্বেগ), ইমপফনিদ (যারা অন্যের টিকা দেয়ায় হিংসা করছে) রয়েছে।