ছোট্ট একটি ডিঙ্গি নৌকো নিয়ে ইংলিশ চ্যানেল পার করলেন ১২বছরের বালক !
কলকাতা টাইমসঃ
দৃষ্টান্ত স্থাপন করলেন টম গোরন নামের ১২ বছর বয়সী এক ফরাসি বালক। ছোট একটি ডিঙ্গি নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।
ইংল্যান্ড থেকে স্থানীয় সময় বুধবার ভোর ৫ টায় নৌকায় করে রওয়ানা দেন টম গোরন। দীর্ঘ পথ অতিক্রম করে ১৪ ঘণ্টা ২০ মিনিট পর ফ্রান্সে এসে পৌঁছয় সে। এর ফলে পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লেখেন ফরাসি ওই স্কুলছাত্র। এর আগে ২০১৬ সালে টম গোরনের চেয়ে ৩৬ মিনিট বেশি সময় নিয়ে এই চ্যানেল পাড়ি দিয়েছিল ১৫ বছরের কিশোর বয়েলেট ডরাঞ্জ।
ফরাসি পত্রিকা লা ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে টমের বাবা বলেন, ছেলে যাতে বড় কোন বিপদে না পড়ে তার জন্য তিনি টমের ডিঙ্গির পিছনেই আরেকটি নৌকোয় করে তাকে অনুসরণ করেছেন। ৫ ঘণ্টা চলার পর টম সাগরে ভয় পেয়ে ফিরে আসতে চেয়েছিল। তখন তার বাবাই তাকে সাহস জুগিয়েছেন।