সিরিয়ায় গণকবর থেকে উদ্ধার ১২৩৬টি মৃতদেহ!
কলকাতা টাইমসঃ
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাক্তা শহরে তিনটি গণকবরের সন্ধান পেয়েছে রাক্কা পুনর্গঠনের জন্য গঠিত কমিটি। সেখানে ১২৩৬টি মৃতদেহ রয়েছে বলে জানা গেছে। এই শহরটি দীর্ঘদিন আইএসআইএল (দায়েশ) সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণে ছিল। পুনর্গঠন কমিটির পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমিটির পক্ষ থেকে গণকবর খুঁড়ে দেহাবশেষ বের করা হচ্ছে।
এ ব্যাপারে রাক্কা পুনর্গঠন কমিটি জানিয়েছে, সন্ধান পাওয়া মৃতদেহগুলোর বেশির ভাগই মহিলা ও শিশু। ধারণা করা হচ্ছে, গণহারে মানুষ গত্যা করে ওই তিনটি গণকবরে পুঁতে রাখা হয়েছিল।উল্লেখ্য, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যখন রাক্কার নিয়ন্ত্রণ নেয় সিরিয়া প্রশাসন তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।