১৩ মাস এনআইসিইউ তে: ২০০ গ্রাম ওজনের শিশুকন্যা এখন ৬ কেজির !
কলকাতা টাইমসঃ
মাত্র ২১২ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু এক বছর পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে। এখন তার ওজন ৬ কেজির কিছু বেশি। মোট ১৩ মাস নিওনেটাল কেয়ার ইউনিটে ভর্তি থাকার পর সম্প্রতি ছাড়া পেয়েছে ওই শিশু। সূত্রের খবর, কওয়েক ইউ সুয়ানই জন্ম নেওয়া বিশ্বের ‘সবচেয়ে ক্ষুদ্র শিশু’। একটি আপেলের সমান ওজন নিয়ে জন্মানো শিশুটির আপাদমস্তক দৈর্ঘ ছিলো মাত্র ২৪ সেন্টিমিটার।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নিয়েছে কওয়েক ইউ সুয়ান। ‘প্রি-ইক্লাম্পসিয়া’ নামের হাই ব্লাডপ্রেসারের এক ভয়াবহ রোগ ধরা পড়ে কওয়েক ইউ সুয়ানের মায়ের। এর ফলে মা এবং কন্যার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা ছিলো। প্রাণঘাতীও হতে পারতো। তাই পাঁচ মাসের গর্ভাবস্থাতেই এমার্জেন্সি সিজার করতে হয় তাকে। শিশুটির মা ওং মেই লিং জানান, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তার কন্যার চিকিৎসায় খরচ মেটানো হয়েছে।