অব্যাহত রাহুলের গো, পদত্যাগ করলেন কংগ্রেসের ১৩০ জন নেতা !
কলকাতা টাইমসঃ
লোকসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তাকে বিরত করেন দলের প্রবীণ নেতারা। দীর্ঘদিন কেটে গেলেও এখনো সিদ্ধান্তে অনড় রাহুল। এরই মাঝে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যর্থতার ডে কাঁধে নিয়ে পদত্যাগ করলেন কংগ্রেসের ১৩০ জন শীর্ষস্থানীয় নেতা।
জানা যাচ্ছে ২৪ জুন কংগ্রেসের সর্বভারতীয় কমিটির প্রায় ৩০০ জন নেতা নিজেদের মধ্যে বৈঠক করেন বলে খবর। সেই বৈঠকেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন ১৩০ জন কংগ্রেস নেতা। যদিও কংগ্রেস নেতৃত্ব এই বৈঠকের কথা অস্বীকার করেন। এই গণ-ইস্তফার সিদ্ধান্তের পরেই শীলা দীক্ষিত তড়িঘড়ি দিল্লি কংগ্রেসের ২৮০টি ব্লক কমিটি ভেঙে দেন। রাহুল গান্ধী এর পরেই দলের বেশ কয়েকজন পুরানো নেতা-কর্মীর সঙ্গে দেখা করেন। বিধানসভা নির্বাচনের আগে সকলকে সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন তিনি।
পদত্যাগকারী সদস্যদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি, সেবা দল, জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেতা। পদত্যাগ করেছেন দীপক বাবারিয়া, অনিল চৌধুরি, রাজেশ ধারমানি বিবেন্দ্রা রাঠোর এবং পবন প্রভাকরের মতো হেভিওয়েট কংগ্রেস নেতা। পদত্যাগ করেছেন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ বিবেক তনখা।