১৩৮ কোটির ভারতে ৬ মাসে মাত্র ৩ কোটি টেস্ট !
কলকাতা টাইমসঃ
টেস্টিং টেস্টিং এবং টেস্টিং। করোনার বিরুদ্ধে যুঝতে এটাকেই মূল হাতিয়ার বলে মনে করছে বিশ্ব সাস্থ সংস্থা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইসিএমআর জানাচ্ছে, গতকাল দেশ জুড়ে ৭,৩১,৬৯৭ টি করোনা টেস্টিং করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত ভারতে ৩,০০৪১,৪০০ টি করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে তারা। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশে যা যথেষ্টই নগন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা করা হয়েছে প্রায় ৬ মাস ধরে।
বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৬,৪৭,৬৬৩ জন। মৃতের সংখ্যা ৫০,৯২১ জন।করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। এখানে মোট আক্রান্তের সংখ্যা ৫,৯৫,৮৬৫ জন। মৃত্যু হয়েছে ২০,০৩৭ জনের। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। আক্রান্ত ৩,৩৮,০৫৫ জন। মৃত ৫,৭৬৬ জন। তৃতীয় অন্ধ্রপ্রদেশ।