ভেনেজুয়েলা থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিলো বিশ্বের ১৪ টি দেশ
নিউজ ডেস্কঃ
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে মেনে না নিয়ে সেখান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো লিমা গ্রুপের্ সহযোগী দেশগুলো। সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত প্রত্যাহারের কথা ঘোষণা করে তারা। গ্রুপটির সদস্য দেশগুলো হচ্ছে- পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সান্তা লুসিয়া, কানাডা, কলম্বিয়া, হন্ডুরাস, চিলি, কোস্টারিকা, গায়ানা ও গুয়াতেমালা। বিবৃতিতে বলা হয়েছে, তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধ বলে মনে করে না। নির্বাচনের একদিন পরেই এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।
রবিবার এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বারের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। নির্বাচনে ব্যাপক পরিমানে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সমস্ত বিরোধী দলই নির্বাচন বয়কট করেছে। এছাড়া প্রধান বিরোধী দল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এক বিবৃতিতে লিমা গ্রুপ জানায়, মাদুরো সরকারের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করবে তারা।