মানুষ থেকে হাতি বাঁচাতে জারি হলো ১৪৪ ধারা
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
লোকালয়ে চলে এসেছে দুটি হাতি। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তারা। আতঙ্ক তৈরি হলেও সেই হাতি আসার খবরে লোকজনের ভিড় বাড়ছে। ভিড় ঠেকাতে জলপাইগুড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোববার ভোরের দিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে দুটি হাতি করলা নদী ধরে শহরে ঢুকে পড়ে। তবে সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
জলপাইগুড়ির টিবি হাসপাতাল সংলগ্ন সঞ্জয়নগর কলোনির এক বাসিন্দা বলেন, নেতাজিপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে আসে দুটি হাতি। ফের হাসপাতালের পেছনে নদীর দিকে নেমে যায় তারা। বিশ্ব বাংলা কোভিড `হাসপাতালের চত্বরেও ঢুকে পড়েছিল দুটি হাতি।
প্রাথমিকভাবে আতঙ্ক তৈরি হলেও শহরে হাতি চলে আসার খবর চাউর হতেই ভিড় জমতে থাকে। যত বেলা বাড়তে থাকে, তত বাড়তে থাকে ভিড়। সেই পরিস্থিতিতে পরিবেশকর্মীরা আশঙ্কা করতে থাকেন, যত ভিড় হবে, তত হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর দুষ্কর হয়ে উঠবে। ভিড় সামলাতে অবশেষে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
বনবিভাগ ধারণা করছে, খাবারের খোঁজেই দলছুট হয়ে ওই দুটি হাতি শহরে ঢুকে পড়ে।