মৃত্যুমিছিলে পাল্টে গেল মহানবমীর আনন্দ, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, মৃত কমপক্ষে ১৬
কলকাতা টাইমস :
উৎসবের মাঝেই বিষাদের সুর বাংলাদেশে। যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় মৃত অন্তত ১৬। জখম আরও প্রায় ৫০। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশেক কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ দুটো কামরায় ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সঙ্গে সঙ্গে বগি দুটি উলটে যায়। আটকে পড়েন ট্রেনের যাত্রীরা। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ট্রেনের উলটে যাওয়া বগির নিচে অনেকে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। জখম অন্তত আরও ৫০ জন।