January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনার জন্ম খবর দিলেই ১১লাখ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

চীনে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটির নাগরিকদের করোনা ছড়ানোর সূত্র জানালে ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।

দেশটিতে স্থানীয় সময় মঙ্গলবার ( ৯ নভেম্বর) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। দেশটির ২০টি প্রদেশ ও অঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটছে। গত তিন সপ্তাহ ধরে দ্বিগুণ হারে বাড়ছে এই সংক্রমণ।

করোনা ঠেকাতে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেয় চীন। কোভিড-শূন্য কৌশল অবলম্বন করে সংক্রমণ কমিয়ে আনতেও সক্ষম হয়েছিল বেইজিং। কিন্তু নতুন করে আবার ৪০টির মতো শহরে করোনা হানা দিয়েছে।

চীনের হেইহে প্রদেশ, যেটির উত্তরের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে সেখানেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে তাই নাগরিকদের করোনা ছড়ানোর সোর্স জানাতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে প্রদেশটি। কেউ তথ্য দিয়ে সহায়তা করলে দেওয়া হবে এক লাখ ইয়েন বা ১৫ হাজার পাঁচশ ডলার।

এক নোটিশ জারির মাধ্যমে প্রাদেশিক সরকার জানিয়েছে, কোথা থেকে ভাইরাস ছড়াচ্ছে তা দ্রুত শনাক্ত করতে পারলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

করোনার এই নতুন ধাপে পুনরায় লকডাউনের আওতায় আনা হয়েছে কয়েক লাখ মানুষকে।

Related Posts

Leave a Reply