January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এর এক গ্রাম বিষে একসঙ্গে মারা যেতে পারে ১৫ হাজার মানুষ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
দেখতে বেশ সুন্দর, কিন্তু মানুষের প্রাণনাশে এই সুন্দর প্রাণীর জুড়ি মেলা কার্যত অসম্ভব। আকারে ছোট, দেখতে সুন্দর আর বিশাল বিষের ধারক-এমন প্রাণী খুব কমই আছে। ইংরাজিতে নাম গোল্ডেন ফ্রগ। বাংলায় বলা হয় সোনা ব্যাঙ। বিজ্ঞানসম্মত নাম-Phyllobates Terribilis। চামড়ার ওপর সোনালী রঙের আস্তরণ, আর কালো অথবা গাঢ় নীল রঙের ছোপ। এই ব্যাঙের বিষ এত মারাত্মক যা কল্পনাতীত। বিজ্ঞানীদের দাবি, সোনা ব্যাঙের দেহে রয়েছে উপক্ষার অধিবিষ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘Batrachotoxin’। এই বিষের এক গ্রামেই নাকি একসঙ্গে মারা যেতে পারে ১৫ হাজার মানুষ। পৃথিবীর আর সমস্ত বিষধর প্রাণী গুলির মধ্যে সোনা ব্যাঙের বিষ সব থেকে বেশি মারণাত্মক বলে, দাবি বিজ্ঞানীদের। কলম্বিয়ার উপকূলে এদের বাস সর্বাধিক। 

Related Posts

Leave a Reply