বিমানে থাকা ১৫৭ জনেরই মৃত্যু হয়েছে !
কলকাতা টাইমসঃ
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবির উদ্দেশে যাত্রা করার সময় বিমানটি ভেঙে পরে। ওই বিমানে থাকা ১৫৭ যাত্রী এবং কেবিন-ক্র সকলেই নিহত হয়েছেন বলে খবর। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু মেম্বার ছিলেন।
রবিবার সকাল ৮টা ৪৪ মিনিটে বিমানটি ধ্বংস হয়। কতৃপক্ষের ধারণা, ১৪৯ যাত্রী ও ৮ ক্রুর কেউই আর বেঁচে নেই। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মূখপাত্র জানান, বিমানে থাকা কেউ আর বেঁচে নেই বলে আমরা মনে করছি। তিনি আরও জানান, ফ্লাইটটিতে মোট ৩৩ টি দেশের নাগরিকরা ছিলেন।
এই ঘটনায় বিমানের যাত্রী ও ক্রুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ। এক টুইট বার্তায় তিনি এই সমবেদনা জানান। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার মাঝপথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি ধ্বংস হয়।