November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গরবার নাচেই শেষ, প্রাণ গেল গুজরাটের ১৭ বছরের কিশোরের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
রবায় নাচতে নাচতেই হার্ট অ্যাটাক। মাটিতে লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর। কিছুক্ষণ পরই মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের কাপাদগঞ্জ খেদা জেলায়।
স্থানীয় সূত্রের খবর, বীর শাহ নামের ওই তরুণ কাপাদগঞ্জ জেলার একটি গরবার অনুষ্ঠানে সকলের সঙ্গেই নাচে মেতে উঠেছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীরা তাঁকে দেখতে পায়। এবং শুশ্রূষার চেষ্টাও করে। তাতে সাড়া না মেলায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ৩ বার সিপিআর দেওয়া হয়। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ওই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওই এলাকার গরবা অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। মৃত কিশোরের বাবা-মা এখনও শোকাচ্ছন্ন। চিকিৎসকরাও বলছেন, গরবা বা এই ধরনের কোনও অনুষ্ঠানে অংশ নিলে সকলের সতর্ক থাকা উচিত।

এই প্রথম নয়, গত মাসে এই গুজরাটেই গরবার অনুশীলন চলাকালীন এক যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। জামনগরের প্যাটেল পার্কের নাচের স্কুলে গরবা অনুশীলন প্রাণ হারান ১৯ বছরের বিনীত মেহুলভাই কুনওয়ারিয়া। প্রথম দফায় নাচের শেষেই হৃদরোগে আক্রান্ত হন। অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও চিকিৎসকরা জানান, ততক্ষণে যুবকের মৃত্যু হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কাপাদগঞ্জ খেদা জেলায়।

Related Posts

Leave a Reply