November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

‘১৭২১১৪’ -এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পোস্টঅফিসের পিনকোড নাম্বর 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪০০ মিটার ওপরে যে ডাকঘর থাকতে পারে তা অনেকেরই ধারণাতে নেই। কিন্তু এমনই এক ডাকঘর রয়েছে ভারতের উত্তরাঞ্চলে। হিক্কিম পোস্ট অফিসটি হিমাচল প্রদেশে অবস্থিত।

স্পিটি ভ্যালি বিশ্বের অন্যতম দুর্গম  জনবসতি। আর এই এলাকার মানুষের প্রয়োজন মেটানোর জন্যই ১৯৮৩ সালে পোস্ট অফিসটি স্থাপিত হয়। তবে এখানে চিঠিপত্র আনাও অত্যন্ত দুরূহ। পথে অত্যধিক তুষারপাতের কারনে হিক্কিম বছরের অর্ধেক সময়তেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে। শুধু সর্বোচ্চ পোস্ট অফিসই নয়, বিশ্বের সর্বোচ্চ ভোটদান কেন্দ্র হিক্কিম ।  বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ডাকঘরটির পিন কোড ১৭২১১৪।

স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা এই পোস্ট অফিস ব্যবহার করে চিঠিপত্র পাঠান। এলাকায় এখনো ইন্টারনেটের সংযোগ আসেনি। তবে সীমিত পর্যায়ে মোবাইলের নেটওয়ার্ক রয়েছে। এই ডাকঘরে চিঠি আনানেওয়া করার জন্য দুজন রানার রয়েছেন। তাদের এখানে চিঠি আনতে প্রায় ৪৬ কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করতে হয়।

 

Related Posts

Leave a Reply