১৭৪ জন ভারতীয় সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা !
কলকাতা টাইমসঃ
ভারতীয় সাংসদদের মধ্যে ১৭৪ জনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ প্রায় ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আর ফৌজদারি মামলায় অভিযুক্ত ১০৬ জন সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, অপহরণ, নারী নির্যাতনসহ গুরুতর অপরাধমূলক অভিযোগ আছে।
১০ সাংসদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে-এর মধ্যে বিজেপির সাংসদ রয়েছে ৪ জন এবং কংগ্রেস, এনসিপি, এলজেপি, আরজেডি, স্বাভিমানি পক্ষ ও স্বতন্ত্র দলের ১ জন করে সাংসদ রয়েছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী ৫৪৩ জন সাংসদের মধ্যে ৫২১ জন সাংসদের হলফনামা যাচাই করে এই বিষয়ে রিপোর্ট তৈরি করেছে এডিআর।