মহারাষ্ট্রে গণেশ বিসর্জন দিতে গিয়ে প্রাণ গেলো ১৮ জনের!
কলকাতা টাইমসঃ
১১ দিন ধরে চলা গণেশ পূজোর শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মহারাষ্ট্রে রাজ্যে ১৮ জন জলে ডুবে মারা গেলো। মহারাষ্ট্রজুড়ে ছোট থেকে বড় বিভিন্ন আকারের প্রায় ১১ লাখ গণেশের মূর্তি বিসর্জন দেওয়া হয়। রবিবার থেকে এই বিসর্জন শুরু হয়।
সূত্রের খবর, সোমবার বিকেল থেকে আগের ২৪ ঘন্টায় মুম্বাইয়ের ভান্ডপে ১ জন, পুনেতে ৪ জন, রতনগিরিতে ৩ জন, জালনায় ৩ জন, ভানদারায় ২ জন, সাতারায় ২ জন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে এক জন করে ডুবে মারা যায়। গত ১৩ সেপ্টেম্বর এই উৎসব শুরু হয়। গণেশ ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ এবং পুকুরে বিসর্জন দেয়।
এদিকে, বর্ণিল এই বিসর্জন উৎসব দেখতে প্রতিবেশী রাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা গিরগাউম চৌপট্টি এলাকায় হাজির হয়েছিল বলে জানিয়েছে মহারাষ্ট্র ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন।