আহত, তাই অভিনেতা পেলেন ১৯.৫ লাখ ডলার জরিমানা
এরপর তাকে দ্রুত বিমানে করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাঙা পায়ে অস্ত্রোপচারের পর ‘ইন্ডিয়ানা জোনস’ তারকাকে কয়েক মাস চিকিৎসা নিতে হয়। হাসপাতাল থেকে ফিরে আবারো যোগ দেন ‘স্টার ওয়ার্স’ টিমে।
এই ঘটনায় দালতের রায়ে দোষী সাব্যস্ত হন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। আদালতে বলা হয়, ওই হাইড্রলিক মেটাল ডোরের আঘাতে হ্যারিসনের মৃত্যু হতে পারত, যাকে তুলনা করা যায় একটি ছোট কারের আঘাতের সঙ্গে।
বিচারক রায়ে জানান, দুর্ঘটনার পুরো দায় প্রযোজনা প্রতিষ্ঠানের। শুটিংয়ের ঝুঁকির বিষয়টি হ্যারিসনকে আগে জানানো উচিত ছিল। তিনি যদি ব্যাপারটি আগে থেকে জানতেন তবে সর্তক হতে পারবেন। তাহলে দুর্ঘটনা এড়ানো যেত।