পুরো ১৯০, বাচ্চার পেট থেকে বেরোনো বল গুনেই ডাক্তাররা থ
কলকাতা টাইমস :
মানুষের খিদের শেষ নেই। বেশ কিছু দেশ আছে যারা আবার খাবারের ব্যাড বিচার করেন না। তার মধ্যে চীন অন্যতম। যেখানে পোকামাকড় থেকে শুরু করে জিনিসপত্র নাকি খাবার। অবাক হবার মতোই তারা। এই খবর শুনে অবশ্য আরো অবাক হবেন। জানা গেছে চিনে পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। তাও একটা-দুটো নয়। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলোর আকার মোটামুটি মুক্তার মাপের।
বেশকিছু দিন ধরে মেয়ে অসুস্থ বোধ করার তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।
ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে।আর অপারেশন করার পর পেট থেকে বেরোনো সেই বলের সংখ্যা গুনতে গিয়ে মাথায় হাত ডাক্তারদেরই। পুরো ১৯০।
সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।