চেহারা বদলেও বাঁচলো না বিস্ফোরণের মূল অভিযুক্ত
ধৃতের নাম নাজির আহমেদ ওয়ানি (৩১)। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের এটিএস এবং স্থানীয় পুলিশে যৌথভাবে এদিন শ্রীনগর থেকে নাজিরকে গ্রেফতার করেছে।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডের পর ১৯৯৩ সালের অগস্টে দেওবন্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় দুই অফিসার-সহ চারজন আহত হয়েছিলেন। তাতে প্রধান অভিযুক্ত ছিল নাজির। জানা যায়, ঘটনার পর নাজিরকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে ১৯৯৪ সালে সে জামিন পেয়েছিল।
এরপরই নিজের চেহারায় বদল এনেছিল অভিযুক্ত। নিজের নাম-পরিচয়ও বদলে ফেলেছিল অভিযুক্ত। ফলে গত তিন দশক ধরে অভিযুক্তর খোঁজে তল্লাশি চালিয়েও পুলিশ তার হদিশ পাইনি। সম্প্রতি নতুন করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা করেছিল আদালত।