January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘বাহুবলী’র সব রেকর্ড ভাঙ্গতে শুরু করেছে ‘২.০’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ছরের অন্যতম আলোচিত সিনেমার একটি হলো রজনীকান্ত অভিনীত ‘রোবট’র সিক্যুয়েল ‘২.০’। বৃহস্পতিবার দক্ষিণী এই সিনেমার বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ পেয়েছে। চূড়ান্ত ভাবে মুক্তি পাবে নভেম্বরে। এটি ২০১০ সালের মুক্তি পাওয়া ‘রোবট’র সিকুয়েল।

তবে ছবিটি মুক্তির আগেই রেকর্ড গড়লো দক্ষিণী সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই সিনেমা। ‘বাহুবলী’র সব রেকর্ড ভাঙ্গতে শুরু করেছে ‘২.০’। টিজার রিলিজের আগেই ‘২.০’ সিনেমাটি ভিএফএক্সের খরচের দিক থেকে ‘বাহুবলী’কে পেছনে ফেলেছে।

পরিচালক শঙ্কর ও তার টিম মিলে পৃথিবীর প্রায় ১০০টিরও বেশি স্টুডিওতে ‘২.০’র ভিএফএক্সের (ভিজুয়াল এফেক্ট) কাজ করেছেন। এতে ব্যয় হয়েছেন প্রায় ৫৪০ কোটি টাকা। এই খরচ ‘বাহুবলী’র চেয়েও অনেক বেশি। সিনেমাটির ভিএফএক্স সুপারভাইজ করেছেন রাজু মাহালাইনগ্রাম যিনি ‘বাহুবলী’র সুপারভাইজার হিসেবেও কাজ করেছিলেন। ‘২.০’তে অক্ষয় কুমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটছে। এতে আরও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন।

 

Related Posts

Leave a Reply