৫ দিনে ৫০০ কোটির ব্যবসা ছাড়াল রজনী-অক্ষয়ের ২.০ মুভি
।। রজত পাল ।।
।। 2.0 ।। রজনীকান্ত – অক্ষয়কুমার ।। পরিশ্রম ও সাফল্যের গল্প ।।
এক urban ঝকঝকে নাক উঁচু সাফল্যের Culture কে আমরা যারা model মনে করি তারা একবার এই দুজন মানুষের জীবনকে follow করবেন please.
একজন বাস conductor এবং আর একজন হোটেল waiter এর কাজ করেছেন জীবিকার জন্য । পরিশ্রম ছিল, ছিল স্বপ্ন । সঙ্গে মধ্যবিত্ত মূল্যবোধ । ফটফট করে English আওড়ানো নয়, ওপর চালাকি করে নয়, মাটি কামড়ে পড়ে থেকে, অন্যদের সম্মান করে এবং উপকারীর প্রতি কৃতজ্ঞ থেকে একজন 45 বছর ধরে আর একজন 28 বছর ধরে সফল হয়েই চলেছেন ।
ভাবতে পারেন যে রজনীকান্ত এর সিনেমা এমনই হয় । কিন্তু এটাও ভাবুন, কেন অক্ষয়কুমার কে তারা নিলেন এবং গল্পের বিষয়টিও অসাধারণ।
যখন বম্বের superstar দের সিনেমা মুখ থুবড়ে পড়ছে তখন 2.0 movie 6 দিনে 500 কোটি ছাড়িয়েছে এবং হিন্দি version 132 কোটি । Picture আভি বাকি হ্যায় দোস্ত !!
বাহুবলী ও দঙ্গল কে ছাড়িয়ে যেতে পারে বৈকি ।
সততা, পরিশ্রম, নিষ্ঠা এখনও dividend দেয় ! হয়তো একটু দেরি হয়ে । প্রকৃতির রাজ্যে return থাকেই কর্মের ।
মননশীল সিনেমার ঘরানা থাকুক । থাকুক art films. আমজনতার ভালো মন্দ সুখ দুঃখ কে ও গুরুত্ব দিতে ভুলে গেলে বিচ্ছিন্ন এক দ্বীপের মধ্যে কামড়াকামড়ি করে বেঁচে থাকতে হবে ।
দক্ষিণের পরিচালকেরা যে larger horizon এ ভাবতে পারে, বাঙালি পারে না কেন ?