November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular অন-এ-প্লেট

২ বোতল জল কিনে টিপস দিলেন ৭ লাখ ৮০ হাজার টাকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রেস্তোরাঁতে এসেছিলেন এক ব্যক্তি। দুই বোতল জল প্রয়োজন ছিল তার। সেই মতো ওয়েটারের কাছে জল চাইলেন তিনি। কিন্তু বিল নিতে এসে ওয়েটারের চক্ষু চরক গাছ! কীভাবে সম্ভব এটা?

শনিবার রেস্তোরাঁতে জল সার্ভ করার পর বিল নিতে এসে কর্মী দেখলেন, টিপস হিসেবে রাখা রয়েছে ১০ হাজার ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। সঙ্গে রয়েছে একটি ছোট্ট নোট, তাতে লেখা, ‘সুস্বাদু জলের জন্য ধন্যবাদ।’ ঘটনাটি ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনায়। গ্রিনভিলের ‘সুপ ডগস’ রেস্তোরাঁর কর্মী অ্যালাইনা কাস্টারের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। প্রথমে একেবারেই বিশ্বাস করেননি তিনি। ভেবেছিলেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে। কিংবা কেউ নিছক মজাই করছেন তার সঙ্গে। না হলে নগদ প্রায় আট লাখ টাকা কেউ টিপস দেন নাকি।

কিন্তু মজা নয়, সত্যিই ওই কর্মীকে টিপস দিয়েছেন ইউটিউব খ্যাত ওই ব্যক্তি। তার নাম মিস্টার বিস্ট। অ্যালেইনা বলেন, এই টিপসটা অত্যন্ত জরুরি ছিল তার কাছে। এটা একেবারে অভাবনীয়। কারণ সুপ ডগসে যারা কাজ করেন, বেশিরভাগই কলেজপড়ুয়া। সবাই মিলে এই অর্থ ভাগ করে নেবেন বলে ফেসবুকে একটি পোস্টও করেছেন অ্যালেইনা।

রেস্তোরাঁর পক্ষ থেকে কাস্টারের ছবি শেয়ার করা হয়েছে ফেসবুকে পেজে। মিস্টার বিস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা। কেউ লিখেছেন, ‘এরকম মানুষও হয়।’ কেউ বলেছেন, ‘বিস্ট একজন উদার মানুষ।’ আর বিস্টের ইউটিউব অ্যাকাউন্ট থেকে অ্যালেইনার প্রতিক্রিয়ার ভিডিও শেয়ার করা হবে বলে মনে করছেন অনেকেই।

 

Related Posts

Leave a Reply