February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিজেপির ভ্রান্ত নীতির বিরুদ্ধে মোদির বিরুদ্ধে দু’পাতার চার্জশিট 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারত জোড়ো যাত্রা শেষ হওয়ার আগেই হাত শিবিরের দাবি, বিজেপির ভ্রান্ত নীতির জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ সমস্যায়। সেই সমস্যাই মোদির বিরুদ্ধে দু’পাতার চার্জশিট আকারে প্রকাশ করল কংগ্রেস ।

হাত শিবির বলছে, বিজেপি আসলে ভ্রষ্ট জনতা পার্টি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন, সেটা আসলে, ‘কুছ কা সাথ, খুদ কা বিশ্বাস, সবকে সাথ বিশ্বাসঘাত’। অর্থাৎ কিছু মানুষের সঙ্গ, নিজের বিশ্বাস এবং সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা। দু’পাতার চার্জশিটে বেকার সমস্যা, নোট বাতিল, জিএসটি থেকে শুরু করে মোদির আদানি-আম্বানি প্রীতি সবটাই তুলে ধরা হয়েছে।

কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রা চলাকালীন লাখ লাখ মানুষ রাহুল কথা বলেছেন, তাঁদের বক্তব্য নিয়েই এই চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিট প্রকাশ করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, কেন্দ্রীয় স্তরে এআইসিসি এই চার্জশিট পেশ করল। আগামী দিনে যেসব রাজ্যে বিরোধীরা সরকারের আছে, সেই সব রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফে এই ধরনের চার্জশিট পেশ করা হবে। একই সঙ্গে শনিবার নতুন ‘হাত সে হাত জোড়ো’ অভিযানেরও সূচনা করেছে হাত শিবির। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘ভারত জোড়ো’র মতো কেন্দ্রীয় স্তরে নয়। হাত জোড়ো যাত্রা হবে একেবারে ব্লকস্তরে। দলের ব্লকস্তরের কর্মীরা ছোট ছোট মিছিল করবেন। প্রতিটি ব্লকে পাঠানো হবে রাহুল গান্ধীর সই করা চিঠি। এবং বিজেপির মোদি সরকারের বিরুদ্ধে চার্জশিট। সরকারের ব্যর্থতাকে একেবারে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য কংগ্রেসের । সব মিলিয়ে দেশের প্রায় ৬ লক্ষ গ্রামে যাওয়ার টার্গেট নিয়েছে হাত শিবির। মোট আড়াই লক্ষ্য পঞ্চায়েত এলাকা এবং ১০ লক্ষ বুথে যাবেন কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা।

Related Posts

Leave a Reply