ভিক্ষা করে ধরা পড়লে ২০ লাখ টাকা জরিমানা !
কলকাতা টাইমসঃ
সৌদিতে ভিক্ষাবৃত্তি কঠোর অপরাধ হিসেবে পরিগণিত হতে চলেছে। যার শাস্তি স্বরূপ ১ বছর পর্যন্ত জেল এবং ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলে জানা যাচ্ছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০ লক্ষ টাকা। নতুন আইন বলছে, কেউ ভিক্ষাবৃত্তিতে উৎসাহিত করলে তার ৬ মাস জেল এবং ৫০ হাজার রিয়াল জরিমানা হতে পারেন।
আইনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের কেউ ধরা পড়লে তাকে শাস্তির পর দেশে ফেরত পাঠানো হবে। আর কখনোই সে সৌদিতে ঢুকতে পারবে না। তবে তারা কেউ সৌদি মহিলার স্বামী অথবা সন্তান হন, তাহলে তাদের সেদেশেই ঠাঁই দেওয়া হবে। সৌদি আরবের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানাচ্ছে, কেবল ২০১৮ সালেই তাদের দেশে ২,৭১০ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়।