ছাত্র ছাত্রীদের ওপর যৌন হয়রানির অভিযোগে ২০০ জন শিক্ষক বরখাস্ত !
কলকাতা টাইমসঃ
ছাত্র ছাত্রীদের ওপর যৌন হয়রানির অভিযোগে ২০০ জন শিক্ষককে বরখাস্ত করলো জাপান। গত ২০২০-২১ শিক্ষাবর্ষে জাপানের পাবলিক স্কুলগুলিতে এই অপরাধের চিত্র উঠে এসেছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রকের একটি সমীক্ষা এই তথ্য প্রকাশ করে।
তবে ২০১৯ সালের বার্ষিক পরিসংখ্যানের তুলনায় এটি কমেছে। সে বছর ২৭৩ জনকে শাস্তি দেওয়া হয়, যা এ ধরনের অপরাধে শাস্তির রেকর্ডে দ্বিতীয় বড় সংখ্যা। যৌন নিপীড়নের অভিযোগে জাপানে শিক্ষকদের শাস্তি টানা অষ্টম বছরে ২০০ বা তার ওপরে হলো। প্রসঙ্গত, ২০১৯-২০ সালে ৯৬ জন শিক্ষককে শিক্ষার্থীদের যৌন লাঞ্ছনার অপরাধে শাস্তি দেওয়া হয়, যা আগের বছরের (১২৬) তুলনায় কম।