২০০ বছরের প্রাচীন মসজিদে আজান দেন হিন্দুরা !
কলকাতা টাইমসঃ
বিহারের নালন্দা জেলার গ্রাম মাধি। একসময় গ্রামে অনেক মুসলিম পরিবারের বসোবাস ছিল। যে কারণে তৈরী করা হয়েছিলো একটি মসজিদ। কিন্তু বর্তমানে একজনও মুসলিম নেই। তাই, ২০০ বছরের প্রাচীন মসজিদে এখন নামাজ পড়ছেন হিন্দুরা ! মসজিদের দেখভালও তাদের হাতেই।
গ্রামটি মুসলমানহীন হয়ে পড়ায় পরিত্যাক্ত হয়ে পড়ে মসজিদটি। হিন্দুরাই একজোট হয়ে এগিয়ে আসেন। তারাই মসজিদটি সংস্কার করেন। কিন্তু তারা তো আজান দিতে জানেন না। মুশকিল আসান একটি পেনড্রাইভ, যেখানে আযানের শব্দ রেকর্ড করে রাখা হয়েছে। সেটিই দিনে পাঁচ বার বাজানো হয়। তার সঙ্গে গলা মেলান হিন্দু বাসিন্দারা।