January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

লাল গ্রহে ২০০০ দিন পার, রেকর্ড গড়লো ‘রোভার কিউরিওসিটি’ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

লাল গ্রহ মঙ্গলে পাড়ি জমিয়েছে সে অনেক দিন। সেই গ্রহ নিয়ে মানুষের যে আগ্রহ, তাকে চরিতার্থ করতেই, নাসা থেকে তাকে পাঠানো হয়েছিল মঙ্গলে। ‘রোভার কিউরিওসিটি’ নামক নাসার এই যন্ত্রযান মঙ্গলে পা রেখেছিল ২০১২ সালের আগস্টের ৬ তারিখ। তারপর থেকে, মঙ্গলগ্রহ সম্পর্কে নানা তথ্য ও ছবি পৃথিবীতে পাঠানোর দায়িত্ব পালন করে চলেছে সে।

প্রথমে কথা ছিল, দুই বছরের জন্য মঙ্গলে থাকবে কিউরিওসিটি। কিন্তু, ২০১৭ সালের ৫ আগস্ট, মঙ্গলগ্রহে তার পঞ্চম বার্ষিকী পালন করে নাসা। প্রসঙ্গত গতকাল, ২৩ মার্চ, লালগ্রহে ২০০০ দিন কাটানোর রেকর্ড গড়ল কিউরিওসিটি।

সহজ হিসেব করলে অবশ্য এই ২০০০ দিন কিছুতেই মেলানো সম্ভব হবে না। কারণ, পৃথিবীতে একটা দিন মানে ২৪ ঘণ্টা হলেও, লালগ্রহের সময় গণনা একটু আলাদা।  লালগ্রহে একটি দিনের হিসেব হয় ২৪ ঘণ্টা, ৩৯ মিনিট ও ৩৫ সেকেন্ডে। অর্থাৎ পৃথিবীর হিসেবে ২০০০ দিন হলেও, মঙ্গলের হিসেব মতো কিউরিওসিটি কাটিয়ে দিল ২০৫৫ দিন।

 

Related Posts

Leave a Reply